পলাশ শিমুল নামে

আলমগীর কবির | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

পাখির বলো ফুলের বলো

মায়ের ভাষা মিঠে,

ছিলাম মায়ের দুষ্টু ছেলে

দুরন্ত ডানপিটে।

মায়ের চোখের স্বপ্নগুলো

প্রাণের চেয়ে দামি,

মায়ের স্বপ্ন করতে পূরণ

তাই মিছিলে নামি।

মিছিল মিছিল কিসের মিছিল

আমার প্রাণের ভাষার,

জীবন দিয়ে মান রেখেছি

মায়ের ভালোবাসার।

মায়ের ভাষা পেলাম শেষে

লাল রক্তের দামে,

তোমরা আমায় ডাকতে পারো

পলাশ শিমুল নামে।

পূর্ববর্তী নিবন্ধচেতনায় ডাক
পরবর্তী নিবন্ধমনে পড়ে