মনে পড়ে

নিশাত হাসিনা শিরিন | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

ফাগুন পাখির গানে গানে

পলাশ ফোটা ভোরে

ফেব্রুয়ারি এলো রে ভাই

থেকো না আর ঘোরে

মনে পড়ে ভাষার লড়াই

মায়ের চোখের জল

ছেলেহারা বাবার আর্তি

কেমনে ভুলি বল?

একুশ শোনায় ত্যাগের কথা

সামনে এগুবার

মরণজয়ী গানের সুরে

গাইতে বারংবার

রক্ত রাঙা একুশ এলে

পলাশ যে হয় লাল

কৃষ্ণচূড়ার ডালে ডালে

বসন্তের সকাল।

পূর্ববর্তী নিবন্ধপলাশ শিমুল নামে
পরবর্তী নিবন্ধএকুশের পংক্তিমালা