একুশ

আহসানুল হক | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

একুশএলে রক্তে কেমন

জাগে শিহরণ

প্রভাতফেরি যেতে আমার

হয় উতলা মন !

ফেব্রুয়ারির একুশ তারিখ

ভোর সকালে উঠি

নগ্নপায়ে পুষ্প হাতে

শহিদ মিনার ছুটি !

আমার মতো ছোটে সবাই

শহিদ মিনার পানে

প্রভাতফেরির দৃশ্য এমন

দেশজুড়ে, সবখানে !

ভোরের বাতাস হয় যে ভারী

অমর একুশ গানে

রক্তদামে সালাম রফিক

বর্ণমালা আনে !

পূর্ববর্তী নিবন্ধএকুশের আয়োজন
পরবর্তী নিবন্ধচেতনায় ডাক