চুয়েটে ইনস্টিটিউশনাল কোয়ালিটি সেলের প্রশিক্ষণ কর্মশালা

| সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘হ্যান্ডস অন ট্রেইনিং অন বিএসি অ্যাক্রিডিটেশান ক্রাইটেরিয়া১’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন প্রোভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার মো. ইমরান হোসেন। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। এতে প্রতিটি বিভাগের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য এবং বিভাগের মনোনীত শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামাজিকভাবে বিরূপ প্রভাব পড়ে এমন সংবাদ পরিহার করা উচিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা প্রশাসনের ‘হাইদগাঁও স্মার্ট ভিলেজ’ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ