পটিয়ায় অনাবাদী একশ বিঘা জমিতে ফসল উৎপাদন

চাষাবাদে উদ্বুদ্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধির উদ্যোগ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

পটিয়ায় গ্রাম পর্যায়ে কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করতে স্থানীয় এক জনপ্রতিনিধির ভূমিকা ব্যাপক সাড়া ফেলেছে। কুসুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সমাজকর্মী শওকত আকবর মেম্বারের উদ্যোগে তার নিজ এলাকায় অনাবাদী পড়ে থাকা কৃষি জমিকে চাষাবাদের আওতায় আনতে ব্যতিক্রমী এ উদ্যোগে এবার অন্তত একশ বিঘা জমিতে নতুন করে ফসল উৎপাদিত হয়েছে। পটিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের চলমান খাল খনন প্রকল্পে স্থানীয় গরুলুটা খাল খনন করায় পানি সরবরাহ সহজ হওয়ার ফলে কৃষকদেরও চাষাবাদে আগ্রহ বেড়েছে। নতুন করে চাষাবাদের জন্য পটিয়া উপজেলা প্রশাসন ও পটিয়া উপজেলা কৃষি অফিস স্থানীয় কৃষকদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। এছাড়াও চাষাবাদের শুরু থেকে সরকারি বিভিন্ন কৃষি প্রণোদনার পাশাপাশি শওকত আকবর মেম্বারের উদ্যোগেও কৃষকদের মাঝে সার, বীজসহ আধুনিক কৃষি সরঞ্জাম সুবিধা প্রদান করা হয়েছে। তবে ফসল ঘরে তুলার আগ মুহূর্তে লবণাক্ত পানিতে বেশ কিছু ধান নষ্ট হওয়ায় ফসলকে লবণাক্ত পানি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কৃষি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন কৃষকরা। গত বৃহস্পতিবার এসব জমিতে উৎপাদিত ফসল আধুনিক হারভেস্টার মেশিন দিয়ে কাটা শুরু হয়েছে। স্থানীয় কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম এ ধানকাটা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শওকত আকবর মেম্বার, উপ সহকারী কৃষি কর্মকর্তা রূপক দেবনাথ, গুরুপদ দাস, কামরুল হাসান, হরিণ খাইন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদরুল হক, স্থানীয় কৃষক এমদাদ উল্লাহ, রাসেল, আবু বক্কর, মুহাম্মদ ইউসুফ, আবু তৈয়ব, নূরুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিরিন নেশাত বিরোধিতার সুরকার
পরবর্তী নিবন্ধসুষ্ঠু সমাজ বিনির্মাণে সৌহার্দ্য-সম্প্রীতির বিকল্প নেই