খাগড়াছড়িতে ১০১ পরিবার পেল ঘরের চাবি

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে ১০১টি অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, মং সার্কেল চিফ (রাজা) সাচিং প্রু চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মো. আব্দুল আজিজ। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, জেলার ৯টি উপজেলায় ১০১টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে জেলা শহরে ১৭টি এবং অন্যান্য উপজেলায় স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করবেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মদিন বাঙালির ইতিহাসের মাহেন্দ্রক্ষণ