রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে নেতাকর্মীরা। গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লাভলেইন সিইউএমজে কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় লিখিত বক্তব্য তুলে ধরেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আহমদ মোস্তাফা পারভেজ। এসময় সাবেক যুগ্ম আহবায়ক মাকসুদুল হক, ইমাম হোসেন চৌধুরী, এমরুল হাসান, ইউসুফ সাগর, মহসিন তালুকদার এম এ, পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু তালেব, পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন, মনসুর আলম, মো. পারভেজ, মো. দিদারুল আলম, লোকমান হাকিম, মাসুদ খোরশেদ, সাইফুল ইসলাম, জাবেদ বাহাদুর, আলম শাহ্‌, মাহবুব আলম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গত ১১ মার্চ ঘোষিত রাঙ্গুনিয়া উপজেলা, পৌরসভা ও রাঙ্গুনিয়া দক্ষিণ যুবদলের কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী নেতাদের সমম্বয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞানী জামাল নজরুলকে স্মরণ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১০১ পরিবার পেল ঘরের চাবি