বঙ্গবন্ধুর জন্মদিন বাঙালির ইতিহাসের মাহেন্দ্রক্ষণ

ইডিইউতে মুজিববর্ষের সভায় উপাচার্য

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আমাদের জাতীয় জীবনের অন্যতম উৎসব। তার জন্মদিনটি আমাদের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক সিকান্দার খান এসব কথা বলেন। বুধবার সকাল ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। এরপর বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় ক্যাম্পাসে। এতে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ও স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন ড. মাহমুদুর রহমান, প্রক্টর মু. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক শাহ আহমদ রিপন, আখতারুজ্জামান, প্রবাল দাশগুপ্ত, প্রভাষক বাকি বিল্লাহ, মোরশেদুল আরেফিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১০১ পরিবার পেল ঘরের চাবি
পরবর্তী নিবন্ধসংস্কৃতি চর্চার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণের আশাবাদ