আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভা

| শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভা গতকাল শুক্রবার আইআইইউসির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে সভার শুরু হয় ও সভায় উপস্থিত সকলেই বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বোর্ড অব ট্রাস্টিজের সভায় উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মো. ফসিউল আলম, রিজিয়া রেজা চৌধুরী, মোহাম্মদ খালেদ মাহমুদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম, মো. ইসমাইল মিয়া (মানিক), মুহাম্মদ মাহবুবুল আলম, জামান আরা বেগম, মুহাম্মদ বদিউল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির জরুরি সভা ৬ মে
পরবর্তী নিবন্ধন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে : চবি উপাচার্য