কুসুমের বেশে জয়া আহসান

| সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:২০ পূর্বাহ্ণ

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে কুসুমের বেশে হাজির হলেন অভিনেত্রী জয়া আহসান। ভারতের দক্ষিণ ২৪ পরগণায় সিনেমার শুটিংয়ের ফাঁকে ইনস্টাগ্রামে নিজের লুক প্রকাশ করলেন এ অভিনেত্রী। ছবিতে চোখে কাজল আর হাতে শাখা ও লাল কাঁচের চুড়িতে ভিন্ন রূপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। সপ্তাহখানেক ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং করছেন জয়া। সঙ্গে আবীর চট্টোপাধ্যায়সহ সহশিল্পীরাও যোগ দিয়েছেন শুটিংয়ে; সিনেমায় আবীর অভিনয় করছেন শশীর চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন টালিগঞ্জের পরিচালক সুমন মুখোপাধ্যায়। খবর বিডিনিউজের।
সুমন জানান, ২০০৮ সাল থেকে সিনেমাটি নির্মাণের চিন্তা করলেও উপন্যাসের স্বত্ব ও বাজেটের জটিলতার কারণে তা আলোর মুখ দেখেনি; প্রযোজক সমীরণ দাস ছবিটি প্রযোজনার দায়িত্ব নেওয়ার এবার কাজ শুরু করছেন। সিনেমার নামও থাকছে উপন্যাসের নামেই; এতে তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত তুলে আনবেন সুমন। তিনি বলেন, মূল উপন্যাসে সময়টা আরও পিছনে ছিল, আমি খানিকটা এগিয়ে এনেছি। তা ছাড়া উপন্যাসের সব কিছু ছবির চালচিত্রে ধরানো সম্ভব নয়। দুটো মাধ্যমের চলন আলাদা। আমি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছি। সিনেমায় অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। ছবির আবহসঙ্গীতের দায়িত্বে থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

পূর্ববর্তী নিবন্ধঅক্ষয়ের ১০ কোটি টাকার ফ্ল্যাটে কী আছে?
পরবর্তী নিবন্ধদর্শক থাকছে আফগানিস্তান সিরিজে