কাল হামেদিয়া শাহ মজিদিয়া খানকাহ মসজিদে ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কাল ৯ আক্টোবর বাদ আছর হতে ঘাট ফরহাদবেগস্থ হামেদিয়া শাহ মজিদিয়া খানকাহ্‌ শরীফ মসজিদে বার্ষিক ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমেদ্বীন ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক শাহসূফী ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী (.জি..)। সভাপতিত্ব করবেন শাহসূফী মাওলানা নূরুল আলম হেলালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সবান্ধবে যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মুহাম্মদ সাহাবুদ্দিন চৌধুরী একান্ত অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন-হাদিসের যথার্থ চর্চা করা গেলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব
পরবর্তী নিবন্ধনবী মোহাম্মদ রাসুলুল্লাহর (দ.) প্রেম ঈমানের অন্যতম পূর্বশর্ত