করোনাকালীন গৃহীত উদ্যোগের প্রশংসা ইডিইউর সিন্ডিকেটে

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

করোনাকালে শিক্ষার্থীদের পড়ালেখা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) হাতে নেয় নানা উদ্ভাবনী উদ্যোগ। এসব উদ্যোগ অনলাইন পাঠচর্চাকে কার্যকর ও মসৃণ করেছে। গতকাল রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়া ইডিইউর সিন্ডিকেট সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইডিইউর উপাচার্য অধ্যাপক সিকান্দার খান। সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য ২১ কোটি ৬৫ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ভার্চুয়াল সংস্কৃতি গড়ে তুলতে সচেষ্ট ছিলো ইডিইউ। তাই অনলাইন ক্লাসের অবকাঠামোগত প্রস্তুতি আমাদের ছিলো।
এতে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, ইউজিসি মনোনীত প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সুলতান আহমদ, শিক্ষা মন্ত্রণালয় মনোনীত প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. এমরান হোসেন, ইডিইউর ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিরেক্টর খলিলুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধহুইপের সঙ্গে গৌর গোবিন্দ আশ্রম নেতৃবৃন্দের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধঅরাজনৈতিক ইস্যু নিয়ে অশুভ তৎপরতায় মেতেছে একটি চক্র