অরাজনৈতিক ইস্যু নিয়ে অশুভ তৎপরতায় মেতেছে একটি চক্র

পশ্চিম ষোলশহরে আ.লীগের সভায় নাছির

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ে যে অনাচার-অবিচারগুলো হচ্ছে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পদক্ষেপ গ্রহণের পরও অযৌক্তিক রাজনৈতিক ইস্যু তৈরি করছেন তাদের বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগ মাঠে আছে এবং থাকবেই। সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তৃণমূল স্তর থেকেই দলকে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সুসংগঠিত করার প্রচেষ্টা চলমান রয়েছে। আজ এমন একটি পরিস্থিতি যখন কিছু অরাজনৈতিক ইস্যু তৈরি করে এই সরকারকে পতনের অশুভ খেলা তৈরি হয়েছে। ধর্ষণ বিরোধী সামাজিক আন্দোলনে মহানগর আওয়ামী লীগ শুধু প্রেসক্লাবের সামনে মানবন্ধন নয়, আমরা এলাকায় এলাকায় দুষ্ট চক্রকে চিহ্নিত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। এজন্য দলের ইউনিট পর্যায়ে নেতৃত্বকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, আমি ব্যক্তির নয়, বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতীক নৌকার বিজয় চাই। এই বিজয়ে সকলকে শরিক হওয়ার আহ্বান জানাই। ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন এ ইউনিটের সভাপতি আবুল কালাম সর্দার, বি ইউনিটের সভাপতি হাজী মোহাম্মদ আবু নাসের আলম, সি ইউনিটের সভাপতি শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, হাজী মোহাম্মদ এয়াকুব, মহব্বত আলী খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালীন গৃহীত উদ্যোগের প্রশংসা ইডিইউর সিন্ডিকেটে
পরবর্তী নিবন্ধআকবরশাহ থানা জাসাসের বিক্ষোভ সমাবেশ