ওয়ার্ল্ড ভিশনের লেসন লার্নিং কর্মশালা

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কাজে জড়ানোর ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীরা। এদের দক্ষতা এবং সচেতনতা তৈরির জন্য ৩২ টি রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)’র ‘দক্ষতা উন্নয়ন ও ভলান্টিয়ার সার্ভিস’ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের একটি হোটেলে দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালার প্রধান আয়োজক ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ইএমসিআরপি কম্পোনেন্ট ২- স্ট্রেংন্থেনিং কমিউনিটি রেজিলিয়েন্স বাস্তবায়ন করা ডব্লিউএফপির সঙ্গে অংশীদার ভিত্তিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, অ্যাকশন এইড, আইসিসিও কো-অপারেশন,সেভ দ্যা চিলড্রেন উখিয়া এবং রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্পটির কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের কমিউনিটি সার্ভিস কম্পোনেন্টের লেসন লার্নিং কর্মশালায় বক্তব্য রাখেন, ডব্লিউএফপি’র প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান ও মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত অফিস-ইন-চার্জ মো. জয়নাল আবেদীন, ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুডের সেক্টর লিড ড. মাখন লাল দত্ত, অ্যাকশন এইডের হেড অফ হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম মো. আবদুল আলীম, আইসিসিও এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এহসানুল হক,সেভ দ্যা চিলড্রেনের কমিউনিটি সার্ভিস ম্যানেজার সত্যজিৎ রায় প্রমুখ। ওয়ার্ল্ড ভিশনের মো. জয়নাল আবেদীন বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই প্রকল্পে ৫৩০০ জনকে প্রশিক্ষণের পর রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিবাহ, কোভিড-১৯, মানবপাচার, মাদক পাচার, মাদকাশক্তি, শিশুশ্রম এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতায় সচেতনতামূলক বার্তা প্রচার করেছে। এছাড়া ১০ হাজারেরও বেশি কিশোর-কিশোরীকে স্বেচ্ছাসেবামূলক কাজের প্রশিক্ষণ দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সচেতনতা তৈরিতে নিয়োজিত করা হয়েছে। । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্থ সারথীর ওপর হামলা মেনে নেওয়া যায় না
পরবর্তী নিবন্ধগ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন