পার্থ সারথীর ওপর হামলা মেনে নেওয়া যায় না

সাতকানিয়ায় প্রতিবাদ সমাবেশে এমপি নদভী

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর উপর হামলার প্রতিবাদে গত ৯ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সাতকানিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সোলতান চৌধুরী। উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, হারেজ মুহাম্মদ, পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিস, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আবুল হোসেন মনু, ফয়েজ আহমদ, আব্দুর রহিম জয়, ইদ্রিছ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, অধ্যাপক পার্থ সারথি চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর উপর বর্বরোচিত হামলা কোনভাবে মেনে নেওয়া যায় না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচা বাগানে বন্যহাতির হানা
পরবর্তী নিবন্ধওয়ার্ল্ড ভিশনের লেসন লার্নিং কর্মশালা