ওমর ফারুক ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ

ফতেপুর মেহেরনেগা বিদ্যালয়ে ব্যারিস্টার আনিস

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মরহুম ওমর ফারুকের স্মরণে শোকসভা গত সোমবার হাটহাজারী উপজেলার ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম, চাকসু ভিপি নাজিম উদ্দীন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. মো. শামীম, নাদের খান, আবু তাহের মাসুদ, ঘোষক ফজল হোসেন, রুপম কিশোর বড়ুয়া, ইমরোজ জাহিদ ফারুক ইমু, কাউন্সিলর নাজমুল হক ডিউক।
আরো উপস্থিত ছিলেন, মো. ইউসুফ, ইউনুস গনি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, মো. কলিম, নঈমুল ইসলাম পুতুল, আসাদুল হক, চিত্ত রঞ্জন দে, সৈয়দ মঞ্জু, এরশাদ হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, ওমর ফারুক হচ্ছেন একজন ক্ষণজন্মা। যেখানে বর্তমানে সময়ে সকলে ভোগ বিলাসে ব্যস্ত সেখানে ওমর ফারক বনেদী পরিবারের সন্তান হয়েও পুরো বট গাছের মত পরিবারকে সাথে নিয়ে খুবই সাধারণ জীবন যাপন করতেন এবং সব সময় সাধারণ মানুষের উপকারের কথা চিন্তা করতেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল আজিজ ছিলেন ত্যাগী নেতা
পরবর্তী নিবন্ধকবিগানের মাধ্যমে সিআরবি রক্ষার আন্দোলন