কবিগানের মাধ্যমে সিআরবি রক্ষার আন্দোলন

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে চলমান আন্দোলনে গতকাল বুধবার কবিগানের আসর বসে সিআরবি সাত রাস্তার মোড়ে। সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ‘কবির লড়াই’ অনুষ্ঠিত হয়। কবিগানের আসরে গান পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য ও তার দল। এসময় কবি তার গানের মাধ্যমে সিআরবিতে হাসপাতাল তৈরি না করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নগরীর ফুসফুস সিআরবি রক্ষা করার দাবি তুলে তিনি বলেন, এই শহর যদি হয় মানবদেহ, সিআরবি হচ্ছে তার প্রাণ। কবিগানের পাশাপাশি কথামালায় অংশ নেন নাগরিক সমাজ, চট্টগ্রামের কো-চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিজয় মেলা কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান মফিজুর রহমান, কবি সাংবাদিক কামরুল হাসান বাদল, পরিবেশবিদ ড. ইদ্রিস আলী, কবি অধ্যাপক হোসাইন কবির, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, বিজয় একাত্তরের সভাপতি সজল চৌধুরী, বেলায়েত হোসেন, কোহেল, কবি মুছা চৌধুরী, মোরশেদুল আলম, ঋত্বিক নয়ন, প্রনব চৌধুরী, মোস্তাক আহমেদ, শিবু প্রসাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ, সৈয়দ নাফিজ উদ্দিন, লেখক দিলরুবা খানম, মোহাম্মদ হাসনাত চৌধুরী, কবি মিনু মিত্র, আবৃত্তি শিল্পী বিপ্লব কুমার সেন, তাপস দে, মাহামুদুর করিম, শফিউল আলম জিপু, মাইমুন উদ্দিন মামুন, বনবিহারী চক্রবর্তী, সাজ্জাদ হোসেন জাফর, আব্দুল মজিদ বিপ্লব, দিদারুল ইসলাম মুরাদ, অনির্বাণ দত্ত, জায়েদিদ, তৈয়বা জহির আরশি, নুরুল আজিম, যুবরাজ দাশ প্রমুখ। সঞ্চালনা করেন হুমায়ুন কবির মাসুদ। কবি গানে সংগত ছিলেন বনতোষ নম, আপন নম, বিকাশ চৌধুরী নারায়ণ দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমর ফারুক ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতাল ক্যান্সার ওয়ার্ডে বিশুদ্ধ পানির মেশিন প্রদান