আইআইইউসির এইচ আর ক্লাবের কর্মশালা

| শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

আইআইইউসির ব্যবসা প্রশাসন বিভাগের হিউম্যান রিসোর্স ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের প্রফেশনাল পর্যায়ে যুক্ত হওয়ায় দক্ষতা উন্নয়নে প্রফেশনাল রিজিউমি রাইটিং এবং ইন্টারভিউ স্কিলের উপর কর্মশালার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সেমিনার হলে অনুষ্ঠিত সেমিনারে অতিথি ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হক, প্রক্টর ইফতেখার উদ্দিন। সভাপতিত্ব করেন এইচ আর ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক মো. মাহমুদুল ইসলাম। উপস্থিত ছিলেন এমবিএ কো অর্ডিনেটর জোনায়েদ কবির, সহযোগী অধ্যাপক জাহিদ হোসেন ভূইয়া, আব্দুল্লাহ মো. আহসানুল মামুন, . রহীম উদ্দীন প্রমুখ।

স্পিকার ছিলেন ম্যাফ সুজ লিমিটেডের জেনারেল ম্যানেজার এইচ আর এডমিন মো. আতাউর রহমান ও এভারকেয়ার হাসপাতালের এইচ আর হেড ইমরানুল হক। তারা তাদের কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন। এতে উপউপাচার্য প্রফেসর ড. মছরুরুর মাওলা সেশন স্পিকারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এইচ আর ক্লাবের জিএস মো. খালেদ সাইফুল্লাহ ও ফিমেল জিএস রেহেনুমা নাহার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বিদেশ প্রত্যাগত কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পুনঃএকত্রীকরণে ওরিয়েন্টেশন