একুশ এলে

কল্যাণ বড়ুয়া | বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

একুশ এলে

পলাশ ফুলে ছেয়ে যায় ডালপালা,

রঙিন হয়ে উঠে মনের আকাশ।

কোকিলের গানে মুখরিত রাজপথ,

বাতাসে ছড়িয়ে পড়ে ফাগুন ঝরা

একুশের গান প্রহরে প্রহর।

একুশ এলে

ভাষার জন্য প্রাণ কাঁদে বার বার,

মায়ের ভাষা প্রাণের ভাষা আ মরি

বাংলা ভাষা স্লোগানে কেঁপে উঠে

অলিগলি রাজপথ।

সামপ্রদায়িকতার বিরুদ্ধে গর্জে উঠে

কন্ঠস্বর, হাত তুলে শপথের পথে

বলিয়ান বাংলার মানুষ।

একুশ এলে

ভাষা শহীদদের স্মরণে

শহীদ মিনারের বেদীমূলে নগ্ন পায়ে

হাজারো মানুষের পদচিহ্ন, ফুলে ফুলে

ভরে উঠে ভোরের আলোয়

শ্রদ্ধা ও ভালোবাসায়।

পূর্ববর্তী নিবন্ধআমাদের মাতৃভাষা বাংলা
পরবর্তী নিবন্ধমাতৃভাষা : মহান আল্লাহতাআলার সৃষ্টির অন্যতম নিদর্শন