জিজ্ঞাসা

আহসানুল হক | বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

জানিনা মেয়ে নতুন সংসারে

তুমি পাল্টাতে পেরেছো কি না জীবনের ছক

মেটাতে পেরেছো কি অপ্রাপ্তি সকল অপূর্ণ শখ?

আমি বদলাতে পারিনি কিছু

স্মৃতিরা তাড়া করে আমার পিছু!

আজও ওয়ার্ড্রোব থেকে বাতাসে ভেসে আসে

তোমার শরীরী ঘ্রাণ

তোমার মায়াবী হাসি, চিবুকের তিল,এলোকেশী চুল

আমাকে মাতাল করে নিয়ত নির্ভুল

উতলা করে প্রাণ ;

তোমার খুশির নদী আজি ভেঙেছে বুঝি বাঁধ

তোমার আকাশে ঝলমলে তারার উদ্ভাস

আমার অমাবস্যা; ক্ষয়িষ্ণু চাঁদ ;

কেবল অন্ধকার, গভীর রাহুগ্রাস

জানিনা মেয়ে!

তুমি পেয়েছো কি না জীবনের স্বাদ?

আমার ভেতর শুধু শূন্যতা; গভীর খাদ

কেবল হতাশা ধুধু দীর্ঘশ্বাস

সেই কবে মরে গেছে আমার জীবনের সাধ!

পূর্ববর্তী নিবন্ধভাষা কেবল কিছু শব্দ নয়
পরবর্তী নিবন্ধভাষার মিনার একুশে