ভাষা কেবল কিছু শব্দ নয়

রেহেনা মাহমুদ | বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

আমার ভাষা কেবল কিছু শব্দ নয়,

নয় কেবল মুখনি:সৃত ধ্বনি।

আমার ভাষাতো রাখালের বাঁশি,

পাখির কলতান,

মায়ের ঘুম পাড়ানিয়া গান।

আমার ভাষাতো নয় শুধু অখ।

নয় রাজনীতির গুটির চাল।

আমার ভাষা মানে মা,

একটি স্বাধীন স্বদেশ।

প্রিয়ার মুখে লেগে থাকা হাসির রেশ।

আমার ভাষা নয় কারো ইচ্ছের গোলাম।

নয় তোতার মুখের বুলি।

আমার ভাষা মানেতো হাসনের গান,

লালনের একতারা।

জারি, সারি আর ভাটিয়ালি সুরে হৃদয় পাগলপারা।

আমার ভাষা কথা বলে গল্প কাব্যে উপন্যাসে।

ফোটায় ফুল ফাগুনে কৃষ্ণচূড়ায়, অশোকে, কিংশুকে।

আমার ভাষা পহেলা বৈশাখ, রমনার বটমূল।

আমার ভাষা কেড়ে নিতে চেয়ে করেছ বড় ভুল।

পূর্ববর্তী নিবন্ধকিছু কথা প্রকাশ পায়
পরবর্তী নিবন্ধজিজ্ঞাসা