ভাষার মিনার একুশে

ডা. প্রণব কুমার চৌধুরী | বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

একুশের ফাগুনআভা

রক্তপলাশ রাজপথেঊর্ধগগনে কৃষ্ণচুড়া,

এসে দাঁড়িয়েছে সেদিনের মতো আজ

হাতে কবিতার ফুল।

রুদ্র আকাশে হাজার ঝিলিক বাজ,

জনস্রোতের হৃদয়ে দামামা গান,

কেউ মানবে না মায়ের স্বরের লাঞ্ছনা

থামবে না এই অকূল পথচলা সংগ্রাম।

বিকিরণ তেজে ভাঙে শব্দ

অণুপরমাণু অক্ষর পাপড়ি,

ভাঙে সংগীত মূর্ছনাতে

ছন্দকণার সুরসপ্তক স্বাক্ষর,

বর্ণমালার ললিত বর্ণছটায়

সমস্ত দেশ জাগ্রত একুশ।

প্রভাতফেরিতে দৃশ্যআলপনা,

একুশ আমাদের বোন

ছায়াপাশে সেদিনের মতো,

ভাষার মিনারএকুশেতে পরিণত।

পূর্ববর্তী নিবন্ধজিজ্ঞাসা
পরবর্তী নিবন্ধপ্রজাপতি মন পাখা মেলে