উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১২:৫৭ অপরাহ্ণ

উখিয়ার ক্যাম্প থেকে বিদেশি পিস্তলসহ আব্দুল জব্বার প্রকাশ পুতিয়া (৩৫) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ১৪ এপিবিএন সদস্যরা। শনিবার রাতে উখিয়ার ৬নং রোহিঙ্গা ক্যাম্প এ ব্লকের হিল/১১ রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ইউএস মেইড লিখা পিস্তল, দু’রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৬টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-৬ এর ব্লক-এ হেলো/১১ রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল জব্বার প্রকাশ পুতিয়াকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করে ১৪ এপিবিএন মোবাইল টিম। ধৃত পুতিয়া উখিয়া রোহিঙ্গা ক্যাম্প- ২ ওয়েস্টের ডি/৪ সি ব্লকের আব্দুল কুদ্দুসের ছেলে। কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) নাইমুল হক জানান, বডিতে ইংরেজিতে মেইড ইন ইউএসএ লেখা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন নিয়ে গ্রেফতারকৃত আসামির পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৬ জন
পরবর্তী নিবন্ধমেরিটাইম সেক্টরে নেতৃত্ব দেবে চট্টগ্রাম বন্দর-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ