ইউএসটিসি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পেশাগত দক্ষতা উন্নয়ন

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এবং দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) একাডেমিক এবং পেশাগত দক্ষতা উন্নয়নে ঐকমত্যে পৌঁছেছে। শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে গত বুধবার ইউএসটিসির ফ্যাকাল্টি অফ বিজনেস এডমিনিস্ট্রেশনের সেমিনার রুমে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ইউএসটিসির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং আইসিএমএবির প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তিটি ইউএসটিসির বিবিএ শিক্ষার্থীদের সিএমএ প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে কোর্স ছাড় এবং স্কলারশিপ পাওয়ার পথ প্রশস্ত করবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ চেয়ারম্যানের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিয়
পরবর্তী নিবন্ধমানুষকে সেবা করার সুযোগ বড় সৌভাগ্যের বিষয়