ইংল্যান্ড খেললো ১৭ টেস্ট, বাংলাদেশ ৩

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭ ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে তারা খেলছে ১৮তম টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের এটি ১৪তম ম্যাচ। অস্ট্রেলিয়ারও ১৪ ম্যাচ হয়ে গেছে। নিউজিল্যান্ড ও পাকিস্তান খেলেছে ১১টি করে। অথচ বাংলাদেশ খেলতে পেরেছে মোটে তিনটি। এত কম টেস্ট খেলার সুযোগ পাওয়া নিয়ে হতাশা জানালেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চতুর্থ ম্যাচ। প্রাপ্তি শূন্য। রোববার শেষ দিনে প্রত্যাশিত ফল পেলে প্রথম পয়েন্টের স্বাদ পাবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের। দুই ম্যাচ জিতলে মিলবে ১২০ পয়েন্ট, শ্রীলংকাও তখন পয়েন্টের হিসেবে থাকবে বাংলাদেশের পেছনে। তবে সম্ভাব্য পয়েন্টের উচ্ছ্বাসের চেয়ে ডমিঙ্গোকে বেশি পোড়াচ্ছে আরও টেস্ট খেলতে না পারার আক্ষেপ।
চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ কোচ বললেন, উন্নতির জন্য বেশি ম্যাচ খেলার বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধডাবল সেঞ্চুরি করে রুটের ইতিহাস
পরবর্তী নিবন্ধমোমিনুলকে দু’হাত ভরে দিল চট্টগ্রাম