ডাবল সেঞ্চুরি করে রুটের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৪ পূর্বাহ্ণ

ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েই বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছিলেন জো রুট। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে সেঞ্চুরিটা ডাবল সেঞ্চুরিতে রূপান্তরিত করে এবার ইতিহাসই গড়লেন ইংলিশ দলপতি। রুটের আগে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন বিশ্বের আটজন ব্যাটসম্যান। তারা হলেন-কলিন কাউড্রে, জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং (২ ইনিংসেই), গ্রায়েম স্মিথ এবং হাশিম আমলা। তবে রুট এটুকু রেকর্ডেই থামেননি। তিনি নাম লেখালেন ইতিহাসের পাতায়। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে চলতি টেস্টে ২১৮ রান করে থামেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫৫৫ রান করেছে। অশ্বিনের বলে ছক্কা মেরে রুট পূরণ করেন ডাবল সেঞ্চুরি। আর এই ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়া হয়ে গেছে তার। টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
এর আগে শততম টেস্টে সবচেয়ে বড় ইনিংসটি ছিল ইনজামাম উল হকের। ২০০৫ সালে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ১৮৪ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যান।

পূর্ববর্তী নিবন্ধআমিনুল ইসলাম স্মৃতি দাবা প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধইংল্যান্ড খেললো ১৭ টেস্ট, বাংলাদেশ ৩