আয়নায়ে বারি বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন

| বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (.) এর খলিফা শাহ সুফি সৈয়দ আব্দুল গণি কাঞ্চনপুরী কর্তৃক ১৩৩০ হিজরি সালে রচিত ‘আয়নায়ে বারি ফি তরজুমাতি গাউছিল্লাহিল আজম মাইজভাণ্ডারী’ বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন গতকাল বুধবার দক্ষিণ খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। সভাপতিত্ব করেন ডিরির ম্যানেজিং ট্রাস্টি ও নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। মোড়ক উন্মোচনের আগে ‘পবিত্র কোরআনের আলোকে মানবিক মনস্তত্ত্ব গড়ায় রোজার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, . খসরুল আলম কুদ্দুসী, . আনোয়ারুল ইসলাম, . এ এস এম বোরহান উদ্দীন, . মুহাম্মদ জাফর উল্লাহ, . মোহাম্মদ শেখ সাদী, . মুহাম্মদ নুর হোসেন, . নুরে আলম, . শাহিনুর রহমান, . আবদুর রহমান, অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী, অধ্যাপক সরওয়ার আলম, অধ্যাপক কাযী সাইফুল আচফিয়া, অধ্যাপক মাহবুবুল আলম, প্রভাষক ও আয়নায়ে বারি বইয়ের অনুবাদক মওলানা আলী আছগর, মেহেদী হাসান, আলোকচিত্রী শোয়েব ফারুকী, শিল্পী জয়নুল আবেদীন, এম এ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। মিলাদ, মুনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজমির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় ঈদ জামাত কমিটির বার্ষিক সাধারণ সভা