কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির বার্ষিক সাধারণ সভা

প্রধান জামাত সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়ামে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ঈদের প্রধান জামাত নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৯ টায় হবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান। শেষে ঈদ জামাত কমিটির পক্ষ থেকে ঈদের নতুন কাপড় ও সেলাই মেশিন বিতরণ করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারী অধ্যক্ষ ডা. আবদুল করিমের সঞ্চালনায় হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমানের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যম অনুষ্ঠান শুরু হয়। কমিটির সেক্রেটারী অধ্যক্ষ ডা. আবদুল করিম স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবদন পেশ করেন। সভায় প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত এম এ আজিজ স্টডিয়াম সম্মুখ মাঠে সকাল ৯ টায় আদায়র সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ঈমামতি করবেন মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। বিকল্প ইমাম হিসেবে মুফতী মুহাম্মদ নুরুন্নবীকে রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গহীত হয়। কমিটির আওতাভূক্ত নগরীর অপর ৯৪টি আঞ্চলিক ঈদগাঁসমূহর ঈদুল ফিতরের নামাজের সময়সূচি স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। ট্রেজারার সালেহ আহমদ সুলেমান আয়ব্যয় হিসাব বিবরণী পেশ করেন। সভায় বক্তব্য দেন, সহসভাপতি শাহজাদা এনায়েত উল্ল্যাহ খান, হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, সালেহ আহমদ সুলেমান, আশরাফুজ্জামান আশরাফ, ডা. আকতার হাসান ভুট্টো ও ইরফান আলী ভুঁইয়া।

পূর্ববর্তী নিবন্ধআয়নায়ে বারি বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট দেশ গড়ার প্রত্যয়