আমি বিজয় দেখেছি

মনজু আলম | বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

আমি বিজয় দেখেছি –
বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে স্বাধীনতা ঘোষণায়,
নিরস্ত্র বাঙালির নিপীড়িত হওয়া
অবাঙালী, রাজাকার রোষণায় !

আমি বিজয় দেখেছি
‘দুর্গমগিরি কান্তার মরু’
সংগীত দামামায়,
আকাশ বাতাস প্রকম্পিত শ্লোগান –
‘জয় বাংলা, জয় বাংলা’য়’।

আমি বিজয় দেখেছি
ছেলে হারা মায়ের ভেজা দুই চোখে,
বিধবা নারীর আহাজারি তার
স্বামী হারানোর শোকে!

আমি বিজয় দেখেছি
ভিটেমাটি আর মানুষ
পোড়ানো গন্ধে,
স্বাধীনতা পাগল কিশোরের দল,
যুদ্ধ প্যারেড, রাইফেল
তাদের স্কন্ধে !

আমি বিজয় দেখেছি
মুক্তিযোদ্ধার লড়ায়ে জীবন পণ,
গেরিলা বাহিনী দুঃসাহসী মিশন
অতর্কিত অপারেশন।

আমি বিজয় দেখেছি
হানাদার বাহিনীর পরাভব, আত্মসমর্পণ
ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্ত আর
দু’লক্ষ মায়ের হারানো সম্ভ্রম।

আমি বিজয় দেখেছি
সবুজ জমিনে লাল রক্ত পতাকায়,
পৃথিবীর বুকে নতুন মানচিত্র,
আমার সোনার বাংলা,
সালাম তোমায়।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধ ও দুর্ঘটনা রোধে বসছে ১ হাজার ৪৬০ সিসি ক্যামেরা
পরবর্তী নিবন্ধঅপরাধী ৫০০ সোর্সের তালিকা পুলিশ সদর দপ্তরে