আজ কনীনিকা শবনম আসগারীর ১৪তম মৃত্যুবার্ষিকী

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সাবের আহমেদ আসগারীর ২য় কন্যা কনীনিকা শবনম আসগারীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিবিএ ৪র্থ অধ্যায়নরত অবস্থায় দূরারোগ্য ব্যাধিতে দীর্ঘ সংগ্রামের পর ২৫ বছর বয়সে ইন্তেকাল করেন। এই উপলক্ষ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে আজ শনিবার সকাল ৬টায় গরীব উল্লাহ শাহর মাজারস্থ এতিমখানায় খতমে কোরআন, সকাল ৭.১৫ টায় তার মাজার জেয়ারত এবং ফাতেহা খানির আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক অদৃশ্য নষ্ট সুতায় বন্দী!
পরবর্তী নিবন্ধচবি রাজনীতিবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের প্রস্তুতিসভা আজ