অ্যাশলি বার্টির উইম্বলডন জয়

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

দারুণ জয়ে প্রথমবারের মতো উইম্বলডনের মুকুট মাথায় তুলেছেন অ্যাশলি বার্টি। এ জয়ে দীর্ঘ চার দশকের বেশি সময়ের অপেক্ষা ঘুঁচলো অস্ট্রেলিয়ার। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে টাইব্রেকারে কোনোমতে জিতলেন কারোলিনা প্লিসকোভা। কিন্তু শেষ সেটে পারলেন না তেমন কোনো প্রতিরোধ গড়তে। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার উইকেটে গতকাল শনিবার নারী এককের ফাইনালে ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩ গেমে শিরোপা জেতেন বার্টি। ৪১ বছরে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডন এককে চ্যাম্পিয়ন হলেন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের সেরা তারকা। অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা ইভন গুলাগং কলি তার দুই উইম্বলডন শিরোপার শেষটি জিতেছিলেন ১৯৮০ সালে। বার্টি ও প্লিসকোভা, দুজনের জন্যই এটি ছিল উইম্বলডনের প্রথম ফাইনাল। দারুণ পারফরম্যান্সে ক্যারিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বার্টি। তিনি প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন ২০১৯ সালের ফরাসি ওপেনে। সেবছর ডব্লিউটিএ ট্যুর ফাইনালসও জিতেছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি ডেটাবেজ বলছে চলে আসছে পিক্সেল ৫এ
পরবর্তী নিবন্ধকোপা আমেরিকায় তৃতীয় স্থান পেল কলম্বিয়া