অধিনায়কে আটকে আছে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

| শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন এগিয়ে আসছে। বাংলাদেশের দল গঠনের কাজও প্রায় শেষের দিকে। তবে বড় একটি সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে। এখনও অধিনায়কই ঠিক করতে পারেনি বিসিবি! আপাতত চার জনকে নিয়ে ভাবছেন বোর্ড কর্তারা। তারা ঠিক করে উঠতে পারছেন না, কে হবেন বিশ ওভারের ক্রিকেটে বাংলাদেশের কান্ডারি। এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময় আগামী সোমবার। বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান বললেন, টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণার সময় হয়নি এখনও। ‘দল নির্ধারিত সময়ের আগেই দিয়ে দেয়া হবে। দুই-তিনদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে কথা বার্তা হচ্ছে। আজ এটা নিয়ে আলাপ করতেও চেয়েছিল। আমি যেহেতু বাইরে চলে যাচ্ছি আমি বলে দিয়েছি, সিদ্ধান্তটা নিয়ে নিতে।’২০১৯ সালে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর থেকে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে তাকে বিশ্রাম দিয়ে অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই কিপার-ব্যাটসম্যান।

পূর্ববর্তী নিবন্ধআজ জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দল নেতৃত্বে রেজিস চাকাভা