পটিয়া পৌরসভার প্রতিটি অলি গলি আসবে উন্নয়নের আওতায়

রিটার্নিং ওয়াল নির্মাণকাজ পরিদর্শনে মেয়র আইয়ুব বাবুল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেছেন, পটিয়া পৌরসভার প্রতিটি অলি গলি উন্নয়নের আওতায় আনা হবে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকবে। পৌরসভায় অধিকাংশ সড়কের পাশে পুকুর ও জলাশয় থাকায় প্রতিবছর কোটি টাকা ব্যয়ে শুধুমাত্র রিটার্নিং ওয়াল নির্মাণ করতে হয়।

পৌরবাসির নাগরিক সেবা বৃদ্ধি ও এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

গতকাল শুক্রবার সকালে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ পৌরসভা আ.লীগ নেতা হানিফ সাহেবের বাড়ির পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র বুলবুল আকতার, ইয়াছমিন আকতার, পৌরসভা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, পটিয়া পৌরসভা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ্‌ পলাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধ‘পকেট ভর্তি টাকা নিয়েও ব্যাগভর্তি বাজার আনতে পারি না’
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের মাতা মোস্তফা খাতুনের মৃত্যুবার্ষিকী পালিত