সহপাঠীদের মারধরে প্রাণ গেল স্কুলছাত্রের

হাটহাজারীর ধোপার দিঘির পাড়ের ঘটনা, আটক ২

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভায় সহপাঠীদের হামলায় মো. তানভীর (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পৌরসভার আলীপুর এলাকার ধোপার দিঘীর পাড়স্থ পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আবদুল বারেকের পুত্র ও হাটহাজারী পৌরসভার আলিপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল রাতে দুই জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত দুইজনও একই শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

জানা গেছে, ঘটনার দিন টিফিন ছুটির সময় দুপুর দেড়টার দিকে উল্লেখিত স্থানে স্কুলছাত্র তানভীর সহপাঠীদের হামলায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, বহিরাগত কয়েকজন কিশোর স্কুলের ছাত্রদের ওপর হামলা চালালে তানবীর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশেপাশে লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ জানায়, হাটহাজারী থানার এসআই রূপন নাথ বলেন, স্কুলের নবম শ্রেণির ছাত্রদের মধ্যে ঝগড়া হয়েছিল। এর জেরে তানভীরকে দুপুরে স্কুলের বাইরে সড়কের ওপর মারধর করে তার কয়েক সহপাঠী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলীপুর স্কুল এন্ড কলেজের প্রধান মো. সাইফুর রহমান বাবর গণমাধ্যমকে তার প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনাকে তিনি দুঃখজনক ও অনাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর রাতে চৌধুরীহাট এলাকায় একটি ফুলের দোকানের সামনে সুদীপ্ত মহাজন (২৩) নামের এক যুবকের নেতৃত্বে অজ্ঞাত নামা ৬/৭ জনের হামলায় দুই ছাত্রদল কর্মী প্রাণ হারান। এই ঘটনায় নিহত ছাত্রদল নেতা অপি দাশের পিতা মিন্টু দাশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে রেলের জমিতে বেসরকারি আইসিডি নির্মাণের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজে গতি আনার চেষ্টা