অপরাজেয় বাংলাদেশ শিশুদের জন্য বু বু ওয়ার্ল্ডে অন্যরকম আয়োজন

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন এবং অধিকার ও সুরক্ষা বাস্তবায়নে কাজ করা অপরাজেয় বাংলাদেশের প্রায় ২৫ শিশু গতকাল বৃহস্পতিবার আনন্দে মেতেছিল মি. বুবু’র সাথে। সুবিধাবঞ্চিত এবং অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিশুদের জন্য প্রায় নিয়মিত আনন্দের উপলক্ষ হয়ে উঠা বু বু ওয়ার্ল্ড তার সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে অপরাজেয় বাংলাদেশের শিশুদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুরা বু বু ওয়ার্ল্ডের সব গেমস এবং রাইড বিনামূল্যে ব্যবহারের পাশাপাশি আনুষঙ্গিক অন্যান্য সুবিধাসমূহ উপভোগ করে। অনুষ্ঠানে সিপিডিএল এবং বু বু ওয়ার্ল্ডের সদস্যরা সমন্বয় সাধন এবং নিবিড়ভাবে অংশ নেয়। অপরাজেয় বাংলাদেশের পক্ষে ইনচার্জ জিনাত আরা বেগম এবং সমাজকর্মী বিশ্বজিত গোস্বামী তাদের শিশুদের দেখাশোনা করেন এবং বু বু ওয়ার্ল্ড ও অপরাজেয় বাংলাদেশের মধ্যে যোগসূত্র স্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ। শিশুরা গেমস এবং রাইড উপভোগ শেষে বু বু ওয়ার্ল্ডের সৌজন্যে মধাহ্নভোজে অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনদী ভরাটকারীরা ফৌজদারি আইনে অপরাধী
পরবর্তী নিবন্ধ‘অপসংস্কৃতির কবলে পড়েছে তরুণ সমাজ’