‘অপসংস্কৃতির কবলে পড়েছে তরুণ সমাজ’

এজাহারুল হক মেম্বার স্মৃতি সংসদের বর্ষপূর্তি

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৮ পূর্বাহ্ণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ জাফর আলম বলেছেন, বর্তমান তরুণ সমাজ মাদকসহ নানা অপসংস্কৃতির কবলে পড়েছে। তাদের ধবংসের হাত থেকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ নেতৃত্ব সংকটে পড়বে। গত মঙ্গলবার রাতে ফটিকছড়ির শাহনগরে এজাহারুল হক মেম্বার স্মৃতি সংসদের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন। বিশেষ আলোচক ছিলেন চবির সহকারী রেজিস্ট্রার শহীদুল আজিম আজাদ। স্বাগত বক্তব্য দেন সভাপতি জাহেদুল ইসলাম জনি। সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আজম খান, আনোয়ার পাশা, মাওলানা ওসমান, শহিদুল আনোয়ার, অনিতা রাণী, শওকত হোসেন, শফিউল আজম প্রমুখ। অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিনসহ তিনটি সংগঠনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপরাজেয় বাংলাদেশ শিশুদের জন্য বু বু ওয়ার্ল্ডে অন্যরকম আয়োজন
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের দোয়া ও সাধারণ সভা