রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের দোয়া ও সাধারণ সভা

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নিজস্ব অফিস সাফ আর্কেডিয়া (৪র্থ তলা), ৯২৪, ২নং গেট পূর্ব নাসিরাবাদের কার্যক্রম গতকাল বৃহস্পতিবার খত্‌মে কোরান ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর বিকেল ৫টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। সভায় সভাপতি বলেন, আমাদের দীর্ঘ দিনের কাঙ্খিত স্বপ্ন রিহ্যাব চট্টগ্রামের একটি নিজস্ব অফিস। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। চট্টগ্রামে হয়েছে রিহ্যাবের একটি নিজস্ব অফিস। ২০০৬ সালে মাত্র ১৭ জন সদস্য নিয়ে চট্টগ্রামে রিহ্যাবের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে চট্টগ্রামে রিহ্যাবের প্রায় ১০০ জন সদস্য রয়েছেন। এ সময় তিনি চট্টগ্রামে রিহ্যাবের নিজস্ব অফিস প্রাপ্তির জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এরপর তিনি রিহ্যাবের সাবেক সভাপতি, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপিকে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে বক্তব্য রাখেন রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) মাহবুব সোবহান জালাল তানভীর। উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মিজানুর রহমান, নাজিম উদ্দিন, মোরশেদুল হাসান, শারিস্থ বিনতে নূর, এএসএম আবদুল গাফফার মিয়াজী এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘অপসংস্কৃতির কবলে পড়েছে তরুণ সমাজ’
পরবর্তী নিবন্ধকরোনমুক্ত হয়ে শপথ নিলেন মহিলা কাউন্সিলর জোবাইরা