রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেইজের শিক্ষা সহায়তা

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশের জেলা গভর্নর প্রায়োরিটি প্রজেক্ট ২০২২ এর অধীনে মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তার অংশ হিসেবে মেধাবী ছাত্র মো. সাদেকুল হোসাইনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেইজের উদ্যোগে গত ৬ জানুয়ারি চিটাগাং ক্লাবের গেস্টহাউস মিটিং রুমে সংগঠনের নিয়মিত এক সভায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, রোটারিয়ান মাইনুদ্দিন রতন, গিয়াস উদ্দিন আজম শাহ, রোটারিয়ান মো. আব্দুল কাদের বিপ্লব, রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, রোটারিয়ান আনিসুর রহমান মুকুল, রোটারিয়ান গোলাম জিলানী জুয়েল, রোটারিয়ান একরামুল হুদাসহ রোটা কিডস সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেইজ সর্বদা শিক্ষা ও জ্ঞানের বিস্তারে কাজ করছে। এছাড়া সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা বিস্তারে রোটারি ক্লাবগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতকোত্তর পর্যন্ত লেখাপড়া সম্পন্ন করার জন্য দীর্ঘমেয়াদী শিক্ষা সহায়তা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ক্রাউডফান্ডিং অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে’
পরবর্তী নিবন্ধবিএনপি জামায়াতের রাষ্ট্র মেরামতের স্লোগানের ইঞ্জিনিয়ার ও মিস্ত্রী কে?