‘ক্রাউডফান্ডিং অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে’

দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইডিইউতে

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

ক্রাউডফান্ডিং (গণঅর্থায়ন) বিশ্বের অনেক দেশে এখন জনপ্রিয় ধারণা। দেশগুলোর অর্থনীতিতেও পড়ছে এর প্র্রভাব। উন্নত বিশ্বে গণঅর্থায়নের জন্য সংস্থা গড়ে উঠছে, যারা বিভিন্ন প্র্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নয়নশীল দেশগুলো এর মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রারে গণঅর্থায়ন। চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্রাউডফান্ডিং ফর ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন ইউনিভার্সিটি অব আগদার নরওয়ের প্র্রফেসর ড. রোথাম স্নেয়র। গতকাল সোমবার দুদিনব্যাপী এ আয়োজনে দেশিবিদেশি ১০জন গবেষক নিজেদের মৌলিক প্র্রবন্ধ নিয়ে অংশগ্রহণ করছেন এ সম্মেলনে। প্র্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও রিসার্চ কাউন্সিল অব নরওয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

উপাচার্য প্র্রফেসর মুহাম্মদ সিকান্দার খান এ সম্মেলনের উদ্বোধন করেন। প্র্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রাউডফান্ডিং কেবল অর্থ সংগ্রহ নয়, একইসাথে ব্যবসা বা প্র্রকল্পকে সহযোগিতা করার জন্য সামাজিক বলয়ও তৈরি করে। এভাবে সম্ভাব্য গ্রাহক ও বিনিয়োগকারীরা প্ররস্পর একীভূত হয়ে যে সম্পৃক্ততার সৃষ্টি হয়, তা সেই ব্যবসা বা প্র্রকল্পটির স্থায়িত্বকে বাড়িয়ে তোলে। একইসাথে উদ্ভাবন ও সৃজনশীলতাকেও উৎসাহিত করে এই ক্রাউডফান্ডিংয়ের ধারণা। নতুন অনেকেই নিজেদের উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে প্রড়ার সাহস প্রায়।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেইজের শিক্ষা সহায়তা