বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম

| মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর ঝর্না পাড়া কমিশনার গলি নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. বদিউল আলম গত ২৮ এপ্রিল রাত সোয়া ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৬ পুত্র, ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদে জোহর পাহাড়তলী জোড় ঢেবার কোনা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মো. বদিউল আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়। একইসাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পহাড়তলী থানা পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড। পরে ঝর্না পাড়াস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা করার নির্দেশ হাই কোর্টের
পরবর্তী নিবন্ধবাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮ তম বার্ষিক কাউন্সিল সভা