বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভায় বক্তারা

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা গত ৩০ আগস্ট নগরীর মৌসুমী আবাসিক এলাকায় চৈতালি ভবনে সংগঠনের সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক ছিলেন, উত্তম চক্রবর্তী কাজল।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য অংশ। একটি থেকে অন্যটি আলাদা করা যাবে না। আর যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ ছিন্ন করতে চায় তারা কখনো স্বাধীনতাকে বিশ্বাস করে না।
স ম জিয়াউর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, শেখ নজরুল ইসলাম, মো. হাসান মুরাদ, ইয়াসমিন আকতার, শিউলি আকতার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, আবদুল মান্নান রানা, মো. রনি প্রমুখ। সভা শেষে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ইয়াবাসহ বাসের চালক ও হেল্পার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলাওস নাকি মালয়েশিয়া