কার্ড হোল্ডারদের জন্য গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক

| মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংক কার্ডহোল্ডারদের (ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড) জন্য গ্রিনপিন সেবা চালু করেছে। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার, ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন এই গ্রিনপিন সেবাটির আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেন। উল্লেখ্য যে, অনন্য এই সেবাটির মাধ্যমে এনসিসি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের গ্রাহকবৃন্দ ঘরে বসেই কার্ড সক্রিয় করা এবং তাৎক্ষণিক পিন তৈরির সুবিধা পাবেন যা সম্পূর্ণ চার্জ ফি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীকে জলাবদ্ধতামুক্ত করা না গেলেও সহনীয় পর্যায়ে রাখা যাবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বোট ক্লাবের ১০ম বার্ষিক সাধারণ সভা শুক্রবার