চমেক হাসপাতালে হামলার শিকার গণসংহতি আন্দোলন নেতা জোনায়েদ সাকি

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ৭:০৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে এসে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

এসময় তার সঙ্গে আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

আজ মঙ্গলবার (৭ জুন) বিকেলে চমেক হাসপাতালের প্রধান ফটকে হামলার শিকার হন তারা। পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্র অধিকারের দফতর সম্পাদক তানজিম হাসান।

পরে জোনায়েদ সাকি বলেন, “সকালে কয়েকজন নেতাকর্মী মিলে আমরা সীতাকুণ্ডে গিয়েছিলাম। এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের দেখেছি। এরপর আমরা গাড়িতে উঠতে যাবো এমন সময় হামলার শিকার হই। তারা ইট দিয়ে হামলা করেছে। নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে হামলা করেছে তারা। আমাদের সাতটি রাজনৈতিক দলের ২০ নেতাকর্মী এসময় হামলার শিকার হয়েছেন।”

তিনি বলেন, “হামলার সময় দুইজন পুলিশ সদস্য এগিয়ে এসে আমাদের রক্ষা করেছেন। অন্যদের তেমন ভূমিকা ছিল না।”

জানা গেছে, এ সময় জোনায়েদ সাকির সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, কেন্দ্র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, কার্যকারী সদস্য কামরুন নাহার ডলি, যুব অধিকার পরিষদের বায়েজিদ থানার আহ্বায়ক ডা. রাসেল, মহানগর ছাত্র অধিকার পরিষদের নাহিন ইসলাম সৌরভ, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা হাসান মারুফ রুমি, চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল, কেন্দ্রীয় নেতা ফরহাদ জামান জনি ও ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের পাশে এসএসসি ২০০০ ব্যাচ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু কাল