সাউদার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু কাল

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ৭:২৭ অপরাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ফল সেমিস্টার-২০২২-তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে তিন দিনব্যাপী ভর্তি মেলা (এডমিশন ফেয়ার) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আগামীকাল ৮ জুন, বুধবার শুরু হচ্ছে। এ মেলা চলবে ১০ জুন, শুক্রবার পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুধু মেলা উপলক্ষে ভর্তি ফি-তে নতুনদের জন্য ৩০% এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়ে ভর্তির সুযোগ থাকছে। শুধু তাই নয় টিউশন ফি-তে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়(শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০০% ছাড়। এছাড়াও, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ-সুবিধা।

প্রাকৃতিক পরিবেশে নয়নাভিরাম সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে সাধ্যের মধ্যে বিশ্বমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে প্রতিটি বিভাগে রয়েছে একাধিক প্রফেসরসহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।

ইতোমধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন, আপডেটেড সিলেবাস, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ সাউদার্ন অর্জন করেছে আইইবি ও ফার্মেসি কাউন্সিল অ্যাক্রেডিটেশন।

বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস(এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, ০২৪১৩৮০১০১-১৫ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েবসাইট www.southern.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে সেগুলো হলো ব্যবসায় প্রশাসন অনুষদ-বিবিএ, এমবিএ হোটেল ম্যনেজমেন্টসহ, কলা অনুষদ-ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ-সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স, ফার্মেসি, আইন অনুষদ- এলএলবি, এলএলএম।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে হামলার শিকার গণসংহতি আন্দোলন নেতা জোনায়েদ সাকি
পরবর্তী নিবন্ধআম পাড়ায় শিশুকে গাছ থেকে ফেলে চোখ নষ্ট করার অভিযোগ রাঙ্গুনিয়ায়