সাতকানিয়ায় বালু জব্দ, জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৮:৪৪ অপরাহ্ণ

ভ্রাম্যমান আদালত

সাতকানিয়ায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ ও ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া ও নলুয়া ইউনিয়নের মোক্তিয়ার কুম এলাকায় এসব বালু জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।

জানা যায়, মৈশামুড়া ও নলুয়ার মোক্তিয়ার কুম এলাকায় সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে আজ সকালে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

এসময় মৈশামুড়া এলাকায় অবৈধভাবে উত্তোলনকৃত ৪৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এছাড়া নলুয়ার মোক্তিয়ার কুম এলাকায় ৬৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলনের সাথে জড়িত সৈয়দ নুর নামের একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যমকর্মীদের কল্যাণে আন্তরিক সরকার
পরবর্তী নিবন্ধশঙ্খের ভাঙনে এখন আর কাউকে বসতঘর হারাতে হয় না