শঙ্খের ভাঙনে এখন আর কাউকে বসতঘর হারাতে হয় না

সাতকানিয়ায় নজরুল ইসলাম চৌধুরী এমপি

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৯:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, “শঙ্খ নদীর ভাঙনে এখন আর কাউকে বসতঘর হারাতে হয় না। নদীর ভাঙনপ্রবণ সব এলাকায় ব্লক বসানো হয়েছে। যেখানে নদীর ভাঙনে বাপ-দাদার ভিটেমাটি হারানো মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠত সেখানে পাকা ব্লকে বসে মানুষ এখন আনন্দে গান গায়। চার শত কোটি টাকা ব্যয়ে শঙ্খ নদীর ভাঙন রোধে বসানো ব্লকের কারণে নদীর পাড় এখন পর্যটন এলাকায় পরিণত হয়েছে। এছাড়াও এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতেসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নাই।”

তিনি গতকাল বিকালে সাতকানিয়ায় নবনির্মিত বাজালিয়া ইউনিয়ন কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মনির আহমদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, শেরে বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মোসাদ্দেকুর রহমান আজাদ সিকদার, আওয়ামী লীগ নেতা সোলাইমান বাশি, বাজালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির উদ্দিন, যুবলীগ নেতা মুহাম্মদ জসীম উদ্দিন ও ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন।

নজরুল ইসলাম চৌধুরী আরো বলেন, “অতীতে যারা যুগের পর যুগ এমপি থেকেও এলাকায় উন্নয়ন করতে পারেনি তাদের মিষ্টি কথায় গলবেন না। এলাকার উন্নয়ন চাইলে তাদের বয়কট করতে হবে। এছাড়া নির্বাচন ঘনিয়ে আসলে যারা অতিথি পাখির মতো ঘুরে বেড়ায় তাদের বিষয়ে সাবধান। অতিথি পাখিদের কোনোভাবে স্থান দেয়া যাবে না।”

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বালু জব্দ, জরিমানা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ গ্রেফতার ৬