গণমাধ্যমকর্মীদের কল্যাণে আন্তরিক সরকার

বান্দরবান প্রেসক্লাব ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধনে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৮:৩৩ অপরাহ্ণ

“পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম কর্মীদের কল্যাণে আন্তরিক সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের বিপ্লব ঘটেছে। গণমাধ্যমে তুলে ধরা সমস্যাগুলো অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধানে পদক্ষেপ গ্রহণ করে সরকার। গণমাধ্যমকর্মীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।”

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান প্রেসক্লাব ভবনের ৫ম তলার সম্প্রসারিত কাজের উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মস্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান প্রেসক্লাবে একটি লাইব্রেরি গড়ে তোলার জন্য ৫ লাখ টাকা এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন।

জায়গা সমস্যা সমাধান করা গেলে প্রেসক্লাব ভবনের জন্য একটা লিফটের ব্যবস্থা করে দেয়ারও প্রতিশ্রুতিও দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ“শিয়ালকে মুরগি পাহারা দিতে দেওয়া হয়েছে”
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বালু জব্দ, জরিমানা