লোহাগাড়ায় টিলা কাটায় দুই ব্যক্তির কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ৮:৩১ অপরাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় সরকারি খাস জায়গায় টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার(১৬ আগস্ট) ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ নতুন পাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলো উপজেলার চরম্বা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কামাল উদ্দিনের পুত্র মো. কায়েস উদ্দিন ও বড়হাতিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. রফিকের পুত্র মো. তারেক আজিজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্দেশনা দেয়া ও নিষেধ করা সত্ত্বেও বিধিবহির্ভূতভাবে দিনে-রাতে সরকারি খাস জায়গায় টিলা কাটার অপরাধে কায়েস উদ্দিনকে ১ মাস ও তারেক আজিজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও সরকারি সম্পদ সুরক্ষায় পাহাড়, বালু ও মাটিখেকোদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিনসহ পুলিশ ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় এক দোকানিকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধবিয়ের ছয় মাসের মাথায় রাউজানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা