জামিনে বের হয়েই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা, চট্টগ্রামে গ্রেফতার ৪

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরে জেল থেকে জামিনে বের হয়ে আবারও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর কর্ণফুলী নদীর তীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি টিপছোরাও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সোহেল প্রকাশ ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন প্রকাশ মাইকেল (৩৭), মোঃ তুষার (১৯) ও মোঃ রুবেল(২২)।

থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ এস.আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীরে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানা ওসি ওবায়েদুল হক জানান, উক্ত বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘মাইগ্রেনের ব্যথায় অতিষ্ঠ’ চবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বমি পার্টির দুই সদস্য গ্রেফতার