লোহাগাড়ায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৯:১১ অপরাহ্ণ

লোহাগাড়ায় অটোরিকশার ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা অজ্ঞাত এক পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হয়ে মহাসড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর অটোরিকশাটি দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌফিক জানান, স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার ১০ মিনিট পর বৃদ্ধের মৃত্যু হয়।

মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মাহবুব জানান, অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।